Nursery
18th November 2021
English
1) Fill in the blanks with a /an :
___ owl , ____ elephant
____ boy , ____ toy
____ egg , ____ book .
2) Opposite word :
Day - Night
Yes - No
Open - Close
Hot - Cold
Joy - sad
Big - Small
Black - White
Fat - Thin
After - Before.
Number
1) Write in words :
46 - Forty six
47 - Forty seven
48 - Forty eight
49 - Forty nine
50 - Fifty .
2) Backward: 110 - 91.
Nursery
17th November 2021
বাংলা
১) ' ও '- কার যোগ করে লেখো :
গল - গোল
খকা - খোকা
আল - আলো
দকান - দোকান
টপর - টোপর
মরগ - মোরগ ।
২) ' ঐ ' - কার যোগ করে লেখো :
তল - তৈল
সনিক - সৈনিক
শশব - শৈশব ।
৩) ' এ ' - কার যোগ করে লেখো :
পখম - পেখম
বলুন - বেলুন
লপ - লেপ
খজুর - খেজুর
মঘ - মেঘ
দশ - দেশ ।
সংখ্যা
১) ১ কম করে লেখো : ১৪০ - ১২১
২) কথায় লেখো :
৪৭ - সাতচল্লিশ
৪৮ - আটচল্লিশ
৪৯ - উনপঞ্চাশ
৫০ - পঞ্চাশ
গণিত
১) চড়ুই পাখির ____ টি পা আছে।
২) টেবিলের ____ টি পা আছে।
৩) মানুষের ____ টি হাত আছে।
৪) এক হাতে ____ টি আঙুল আছে।
৫) আকাশে ____ টি চাঁদ আছে।
Nursery
16th November 2021
বাংলা
১) বানান শেখো:-
চৌকো, চৌকি, লৌহ, গৌর,
পৌষ, দৌড়, নৌকা, মৌচাক,
গৌরব, মৌমাছি, কৌতুক, মৌন।
২) সাজিয়ে লেখো :-
কিচৌ - চৌকি
চামৌক - মৌচাক
কতুকৌ - কৌতুক
হলৌ - লৌহ
ষপৌ - পৌষ
রগৌ - গৌর।
৩) ফাঁক ভরো :-
গৌ __ ব , মৌ ___ ছি
দৌ __ , মৌ ___ ।
সংখ্যা
১) কথায় লেখো :
৪১ - একচল্লিশ
৪২ - বিয়াল্লিশ
৪৩ - তেতাল্লিশ
৪৪ - চুয়াল্লিশ
৪৫ - পঁয়তাল্লিশ
৪৬ - ছেচল্লিশ
২) টানা লেখো: ২৪১ - ২৫০
Nursery
15th November 2021
English
1) Write in Bengali :
An egg - একটি ডিম
An eye - একটি চোখ
An ant - একটি পিঁপড়ে
An apple - একটি আপেল
An elephant - একটি হাতি
2) Correct the spelling :
Appil - Apple
Bas - Bus
Kitte - Kite
Gan - Gun
Dol - Doll
Noes - Nose
Rase - Rose
Umbrela - Umbrella
Number
1) Write in words :
41 - Forty one
42 - Forty two
43 - Forty three
44 - Forty four
45 - Forty five.
2) Write : 211 - 220.
Math
1) Subtraction :
T U T U
5 7 9 4
- 1 4 - 7 2
______ ______
______ ______
T U T U
7 4 8 9
- 1 4 - 4 7
______ ______
______ ______
Nursery
12th November 2021
বাংলা
১) বানান শেখো:-
কোমল, কোদাল, মোরগ, গোলাপ, দোকান, পোশাক, বোতল, কোকিল, কোমর, টোপর।
২) সাজিয়ে লেখো :-
মকোল - কোমল, রমোগ - মোরগ,
নদোকা - দোকান, লতবো - বোতল,
কশাপো - পোশাক।
৩) ফাঁক ভরো :-
কো ____ ল, মো ___ গ,
দোকা ____ , পো ____ ক
বো ____ ল, টো ____ র।
সংখ্যা
১) ১ কম করে লেখো: ১২০ - ১০১
গণিত
১) চিহ্ন বসাও > , <
১৯ ____ ৭১ , ৮৩ ____ ৩৮,
৪২ ____ ৪৫ , ৬৬ ____ ৮৬,
৯০ ____ ১৯ , ১২০ ____ ১০২
Nursery Class - 11th November
English
1) Word making:-
X - x - ray, xerox, xmas, tree.
Y - you , yak , yellow , year.
Z - zoo, zebra, zero.
2) Write in Bengali:-
A - একটি, An - একটি
Cap - টুপি, kite - ঘুড়ি
Girl - বালিকা,
A cap - একটি টুপি
A boy - একজন বালক
A book - একটি বই
A toy - একটি খেলনা।
Number
1) Backward:- 97- 71
Math
1) Subtraction:-
T U T U
2 6 3 4
- 1 3 - 2 0
_____ ____
_____ ____
T U T U
9 7 8 8
-2 4 - 4 4
____ ___
____ ____
Nursery Class, 10th November
বাংলা
১)সাজিয়ে লেখো:-
ভলো - লোভ , ড়াঘো - ঘোড়া, খচো - চোখ,
ষদো - দোষ, নবো - বোন, লঢো - ঢোল।
২) ফাঁক ভরো:-
গো ______ , লো ______ , আ ______ ,
কো ______ , ঘো ______ , দো ______।
সংখ্যা
১) ১ কম করে লেখো :- ১০০ - ৮১
গণিত
১) একটি গাছের ডালে ৭ টি গোলাপ ফুল ফুটেছিল। ২ টি গোলাপ ফুল তুলে নেওয়া হল। গাছে কটা গোলাপ ফুল থাকল ?
Nursery Class, 9th November
বাংলা
১) বানান করে করে পর এবং বাংলা খাতায় লাইন অনুযায়ী লেখো :-
বোন, কোল, গোল, চোখ, চোর, দোষ, লোভ, আলো,
ভালো, ঘোড়া, খোকা, লোক, ঢোল।
২) শব্দ গঠন করো:-
স - সুখ, সেতার, সরল, সৈনিক।
হ - হলুদ, হাত, হাতা, হাঁস ।
সংখ্যা
১) টানা লেখো:- ২৪১ - ২৫০
Nursery Class, 8th November
English
1) Word making - ' U ': Umbrella, Uncle, Up.
2) Word making - ' V ': Vase, Van.
3) Word making - ' W ': Wool, Wall, Watch, Well, Web.
Number
1) circle the odd one :
1) 19 , 30 , 19 , 19
2) 73 , 71, 71 , 71
3) 44 , 54 , 44 , 44
4) 83 , 81, 81, 81
Math
1) How many apples are there?
🍎🍎🍎🍎+🍎 =
2) How many trees are there?
🌳 +🌳🌳🌳 =
Nursery Class, 3rd November
বাংলা
১) শব্দ গঠন করো :-
' ব ' = বক, বাঘ, বেদানা, বাজার ।
' শ ' = শশা, শাল, শরীর, শাক ।
' ষ ' = ষাঁড়, ষোলো, ষাট ।
২) শব্দের মিল করো :-
জল - ফল, কল ।
আম - জাম, খাম ।
দই - মই, বই ।
ফুল - ভুল, কুল ।
সংখ্যা
১) টানা লেখো: ২২১ - ২৪০
গণিত
১) একটি ঝুড়িতে ৩টি
কমলালেবু ছিল,তার মধ্যে
১টি কমলালেবু বোনকে
দেওয়া হল। এখন ঝুড়িতে
কটি কমলালেবু হল ?
এ
৩ টি
- ১ টি
_________
২ টি
________
2nd November 2021 Class - Nursery
বাংলা
১) বিপরীত শব্দ লেখো :-
রাত - দিন, ছোটো- বড়ো, আগে - পরে, কম - বেশি,
নতুন - পুরানো, ভালো - খারাপ, ভুল - ঠিক, ওপর - নীচ
সামনে - পিছনে, শুরু - শেষ, রোগা - মোটা ।
সংখ্যা
১) টানা লেখো: ২১১ - ২২০
গণিত
১) একটি ডালে ৫টি পাখি বসেছিল। ২টি পাখি উড়ে গেল। এখন ডালে কটি
পাখি হল ?
এ
৫ টি
_ ২ টি
_________
৩ টি
________
Nursery Class, 1st November
English
Write the answer: -
1) Write the name of six colours.
Ans:- Red, Black, White, Blue, Green, Yellow.
2) Write the name of six parts of the body.
Ans :- Head, Nose, Ear, Hand, Leg, Eye.
Number
1) Write : 211 - 220Math
1) Put the sign >,< :-91 _____ 90, 87______ 27
63______ 60, 73 ______ 74
90 _____ 19, 28 ______82
29th October 2021 - Class - Nursery
বাংলা
১) সাজিয়ে লেখো
বশৈশ - শৈশব, কতসৈ - সৈকত, নিকসৈ - সৈনিক,
লবৈকা-বৈকাল, খবৈশা - বৈশাখ
২) ভুল বানান ঠিক করো ।
বৈসাখ - বৈশাখ, সৈবাল -শৈবাল, বৈটক - বৈঠক,
তৈড়ি - তৈরি, যৈব - জৈব।
গণিত
১) ঠিক চিহ্ন বসানো ।
৪৪ < ৪৮ , ৫০ < ৮০ , ৭০ < ৭২ , ১০০ > ৯৯
সংখ্যা
১) অমিল সংখ্যাটিতে গোল করো :-
ক) ১৯, ১৮, ১৯ , ১৯, খ) ৫১, ৫১, ১৫, ৫১
গ) ২৭,১৭ , ২৭ , ২৭, ঘ) ৮৭, ৭৮, ৮৭, ৮৭
Class - Nursery - 28th October 2021
▪ English
1) Fill in the gaps :
C___p, Tb, H____t, B____y, M___d, Du___k .
2) Arrange the letter :
kclu - Luck, nsu - Sun, ngu - Gun
gju - Jug tshu - Shut .
Number
1) Write ascending order :
37, 24, 32, 40 -______________________________
59, 49, 41, 52 - ______________________________
39, 36, 26, 28 - ______________________________
17, 28, 14, 15 - ______________________________
Math
1) Addition :-
T U T U
2 3 2 7
+ 2 4 + 1 1
_________ _________
_________ _________
T U T U
8 4 2 3
+ 1 4 + 1 3
_________ _________
_________ _________
27th October 2021 - Class - Nursery
বাংলা
১) ছয়টি ফলের নাম লেখো।
উ:- আম, জাম, লিচু, পেয়ারা, কলা, আপেল ।
২) ছয়টি সবজির নাম লেখো।
উ:- আলু, পটল, কুমড়ো, লাউ, বেগুন, গাজর ।
সংখ্যা
১) সংখ্যায় লেখো :
ছাব্বিশ - _________ ত্রিশ - _________
বারো - _________ কুড়ি - _________
বাইশ - _________ পঁয়ত্রিশ - _________
সংখ্যা
১) সঠিক চিহ্ন বসাও : ( বড়ো > ছোটো, ছোটো < বড়ো )
১৭ ______ ১৮ , ১৫______ ৫২
৩৭ ______ ২৭ , ৮০ ______ ৭০
৪০ ______ ৩২ , ৩৬ ______ ৬৩ .
২) পরের সংখ্যা লেখো :
২৭ ______, ৩৫______ , ৪১______
৫৯______ , ১২______ , ৬৩ ______ .
26th October 2021 - Class - Nursery
বাংলা
১) ' র ' দিয়ে শব্দ গঠন করো -
রথ, রাজা, রবি, রাত, রূপা ।
২) ' ল ' দিয়ে শব্দ গঠন করো -
লবণ, লাল, লাঠি, লিচু, লেখক ।
সংখ্যা
১) কথায় লেখো :
৩৬ - ছত্রিশ, ৩৭ - সাঁইত্রিশ, ৩৮ - আটত্রিশ
৩৯ - ঊনচল্লিশ ৪০ - চল্লিশ
গণিত
১) যোগ করো :
৫ + ৪ =
৪ + ৪ =
৬ + ৩ =
৭ + ২ =
৩ + ২ =
৮ + ১ =
8th October 2021 - Class - Nursery
বাংলা
১) বানান শেখো:-
বৈশাখ, দৈনিক, চৈনিক
সৈনিক, শৈশব, বৈঠক
সৈকত, শৈবাল, বৈকাল।
২) শব্দ গঠন করো - ' য '
যব, যাওয়া, যান, যখন, যেমন।
৩) ফাঁক ভরো :-
বৈ______ খ , দৈনি ______ , চৈ______ ক ,
সৈ ______ ক , বৈঠ ______ , সৈক ______ ,
বৈ ______ ল , শৈ ______ ল।
সংখ্যা
১) ছোটো থেকে বড়ো সাজাও:
১) ২৮, ২৬, ২৫, ২৭ = ২৫, ২৬, ২৭, ২৮.
২) ৩১, ৩৫, ৩৩, ৩৪ = ৩১, ৩৩, ৩৪, ৩৫.
৩) ১৬, ১২, ১৪, ১৫ = ১২, ১৪, ১৫, ১৬.
৪) ১৮, ১৯, ১৬, ১৭ = ১৬, ১৭, ১৮, ১৯.
গণিত
১) যোগ করো :
এ এ এ
৫ ১ ৩
+ ২ + ৪ + ৬
______ ______ ______
______ ______ ______
এ এ
৭ ৪
+ ২ + ৪
______ ______
______ ______
Class - Nursery, 7th October 2021
▪ English
1) Word making - ' P ' :
Pen, Pot, Pin, Pan, Pink, Pea.
2) Word making - ' Q ' :
Queen, Quite, Quick, Quill.
Math
1) subtraction :-
2 - 1 =
7 - 2 =
6 - 1 =
4 - 3 =
9 - 2 =
8 - 4 =
Number
1) Write after number :-
17 ______ , 55 ______ , 61 ______
28 ______ , 39 ______ , 44 ______ .
5th October 2021 - Class - Nursery
বাংলা
১) ছয়টি পাখির নাম লেখো।
উ:- কাক, ময়না, টিয়া, ময়ূর, পায়রা, চড়ুই ।
২) ছয়টি পশুর নাম লেখো।
উ:- বাঘ, সিংহ, ঘোড়া, গোরু, বিড়াল, কুকুর ।
৩)শব্দ গঠন করো - ' ম '*
মাছ, মামা, মাথা, মাঠ, মেয়ে, মেঘ।
সংখ্যা
১) আগের সংখ্যা লেখো :
______ ৪৯ , ______ ৯৮, ______ ৫৭,
______ ৬৫ , ______ ৭৬, ______ ৩৬ .
২) পরের সংখ্যা লেখো :
২৭ ______ , ৩৫ ______ , ৪১______
৫৯ ______ , ১২ ______ , ৬৩ _____ .
Class - Nursery, 4th October 2021
▪ English
1) Learn spelling :-
Cup, Duck, Jug, Brush, Bus, Run
Gun, Mud, Tub, Nut, Luck, Sun
Hut, Shut.
2) Word Making : R
Rat, Run, Rose, Rabbit, Ram.
Number
3)Write Ascending order:-
1) 13, 10 , 12 , 11 =
2) 8 , 9 , 7 , 10 =
3) 21, 19 , 20 , 22 =
4) 28 , 30 , 27, 29 =
1st October 2021 - Class - Nursery
বাংলা
১) বানান শেখো:-
বেতার, সেতার, পেতল, মহেশ, গণেশ, বেলুন, খেজুর।
২) সাজিয়ে লেখো :-
রতাবে - বেতার, রখেজু - খেজুর, লুনবে - বেলুন
লপেত - পেতল, শহেম - মহেশ, রসেতা - সেতার।
৩) ফাঁক ভরো :-
বে ____ ন , গ ____শ , খেজু ____ , পে____ ল ,
সেতা ____ , বে ____ র।
সংখ্যা
১) কথায় লেখো:
৩১ - একতিরিশ, ৩২ - বত্রিশ ৩৩ - তেত্রিশ
৩৪ - চৌত্রিশ ৩৫ - পঁয়ত্রিশ