KG Class
18th November
English
▪️Fill in the blanks with in, on :
1)The book is ___ the table.
2)The bird is _____ the cage.
3)The ball is ______ the mat.
4)The fish is _____ the water.
▪️ Translate into English:
a) বরফ ঠান্ডা, b) আমার দুটি চোখ আছে।
c) এটা কী একটি বিড়াল? c) এটা কী তোমার বই?
Number
▪️Add 2 and write: ( 2 - 50 )
▪️Write after number:
48 ____ , 92 ____ , 88 ___ ,
111 __ , 157 _____ , 189 ____
Math
▪️ Multiplication:
2 × 3 = 6
3 × 4 = 12
2 × 2 = 4
2 × 5 = 10
3 × 2 = 6
2 × 6 = 12
KG Class
17th November
ভাষাপত্র
▪️চিঠি:
বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শিক্ষিকাকে চিঠি লেখো।
▪️ফাঁক ভরো:
সবাই _____ খায়। খাবার ছাড়া কেউ _____ না। সকালের খাবার হল _____, ইংরেজিতে বলে _____। দুপুরের খাবার হল _____ , ইংরেজিতে _____ । রাতের খাবারকে বলে _____ , ইংরেজিতে_____।
সাধারণজ্ঞান
▪️উপ্রশ্ন-উত্তর :
১) প্রধান দিক কয়টি ও কী কী?
উঃ প্রধান দিক চারটি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ।
২) সাত দিনের নাম লেখো।
উঃ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার।
৩) বিশ্বকবি কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪) নেতাজির পুরো নাম কী?
উঃ সুভাষচন্দ্র বসু।
৫) বিদ্যাসাগরের আসল নাম কী?
উঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
সংখ্যা
▪️১ কম করে লেখো: ( ৪২০ - ৩৯১ )
▪️পরের সংখ্যা লেখো:
৯৭ _____ , ৮৩ _____ , ৬৫ _____ ,
১৩৯ _____ , ১৬১ ____
KG Class
16th November
বাংলা
▪️উত্তর লেখো:
১) গাধা কী খেতে ভালোবাসে?
উঃ গাধা ছোলা খেতে ভালোবাসে।
২) ঘোড়ার পায়ে কী?
উঃ ঘোড়ার পায়ে ফোঁড়া।
৩) বাঁশগাছে কী?
উঃ বাঁশগাছে বাঁদর।
৪) কে বাঁশি বাজায়?
উঃকানাই বাঁশি বাজায়।
৫) কে ঢিল ছুড়ছে?
উঃ খাঁদু ঢিল ছুড়ছে ।
৬) আকাশে ঝাঁকে ঝাঁকে কী উড়ে গেল?
উঃ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল।
সংখ্যা
▪️২ যোগ করে লেখো: ( ২ - ৫০ )
২ ৪ ৬ ৮ ১০ ১২ ১৪
১৬ ১৮ ২০ ২২ ২৪ ২৬ ২৮
৩০ ৩২ ৩৪ ৩৬ ৩৮ ৪০
৪২ ৪৪ ৪৬ ৪৮ ৫০
▪️আগের সংখ্যা লেখো:
____ ৫৬ , ____ ৮০ ,
____ ১০৫, ____ ১১৭ ,
____ ১২৩ , ____ ১৩৮ ,
____ ১৫৯ , ____ ১৮০
গনিত
▪️গুন করো:
এ এ দ এ এ
২ ২ ৩ ৩
×৩ ×২ ×৪ ×৩
___ __ ____ ____
৬ ৪ ১২ ৯
KG Class
15th November
English
▪️1. Fill in the blanks with a, an:
a) It is _ apple.
b) It is _ dog.
c) It is _ duck.
d) This is _ bat.
▪️2.Underline the correct answer:
a)Is _ (this /these)your bottle?
b)___ (These/This)are my books.
c)Is _ a car. ( this/these).
d)It __ ( is/are) a mango.
e)Are __ (this/these) your colour pencils?
▪️3. Add ing and write:
Go, Play, Swim, Eat, Drink, Write.
G.K
1. Living things:-
Man, trees, birds, fish, animals are living things.
2. Non-living things:-
Book, pen, pencil, mobile, paper, sun, moon are non-living things.
3. Sports goods:-
Football, volleyball, cricket bat, carrom board, chessboard, ludo board are sports good.
Number
▪️Write in words:
141 -One hundred forty one
142 - One hundred forty two
143 -One hundred forty three
144 - One hundred forty four
145 -One hundred forty five
146 -One hundred forty six
147 -One hundred forty seven
148 -One hundred forty eight
149 - One hundred forty nine
150 -One hundred fifty.
▪️ Backward:-
( 380 - 351 )
KG Class
12th November 2021
বাংলা
▪️মিলিয়ে লেখো:পাখা - রাখা, মাখা
ডানা - ছানা, মানা
মনে - কনে, বনে
আলো - কালো, ভালো
পানে - বানে, কানে
▪️ভুল বানান ঠিক করো:
পাহার - পাহাড়
নদির - নদীর
দুরের - দূরের
বাঁদা - বাঁধা
দাড়িয়ে - দাঁড়িয়ে
পৌছে -পৌঁছে
সংখ্যা
▪️সংখ্যায় লেখো:একশো বত্রিশ, একশো পনেরো, নিরানব্বই, তিরাশি,
একশো নয়, একশো ছাব্বিশ।
▪️১ কম করে লেখো: ( ৩৮০ - ৩৫১ )
গনিত
তোমাকে ৮৩ লিখতে বলায় তুমি ৩৮ লিখলে, তুমি কত কম বা বেশি লিখলে?দ এ
লিখতে বলা হয়েছে ৮ ৩
আমি লিখলাম - ৩ ৮
__
৪ ৫
উঃ আমি ৪৫ কম লিখেছি।
KG Class
11th November 2021
English
▪️Write in English:
১) সে একটি মোটা ছেলে।
He is a fat boy.
২) আমাদের দুটি চোখ আছে।
We have two eyes.
৩) এটা কী তোমার বই?
Is this your book?
৪) এটা কী একটি আপেল?
Is this an apple?
Vasapatra
▪️Matching:
1) Book See ( )
2) Pencil Walk ( )
3) Eye Smell ( )
4) Leg Write ( )
5) Nose Read ( )
Number
▪️Table: 2, 3
▪️Write in words:
131 - One hundred thirty one
132 -One hundred thirty two
133 -One hundred thirty three
134 -One hundred thirty four
135 -One hundred thirty five
136 -One hundred thirty six
137 -One hundred thirty seven
138 -One hundred thirty eight
139 -One hundred thirty nine
140 -One hundred forty
■ 10th November ■ ● KG Class ●
ভাষাপত্র
▪️রচনা: - খাবার (রচনার একটা নমুনা দেওয়া হলো)
সবাই খাবার খায়। খাবার ছাড়া কেউ বাঁচে না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চারবার খেতে হয়। সব মানুষের খাবার এক রকম নয়। সকালের খাবার হলো প্রাতঃরাশ, ইংরেজিতে বলে ব্রেকফাস্ট। দুপুরের খাবার হলো মধ্যাহ্নভোজন, ইংরেজিতে লাঞ্চ। বিকেল বা সন্ধেবেলায় কম খাবার খাওয়াকে বলে টিফিন। রাতের খাবারকে বলে নৈশভোজ, ইংরেজিতে ডিনার।
সাধারণজ্ঞান
▪️ফাঁক ভরো:
১) অটোর ______ টি চাকা আছে। ২) ট্রেন ______ থামে।
৩) নেতাজি একজন ______। ৪)বিশ্বকবি হলেন ______।
৫) ______ পূর্ব দিকে ওঠে। ৬)প্রধান দিক______।
অঙ্ক
▪️গুন করো:
২ × ২ = ৪
২ × ৩ = ৬
২ × ৬ =১২
৩ × ২ = ৬
৩ × ৪ = ১২
■ 9th November ■ ● KG Class ●
বাংলা
▪️বাংলা খাতায় লাইন অনুযায়ী মানে পড়ো ও লেখো:-
মানা - নিষেধ, গগনে - আকাশে, ডানা - পাখনা, মজা - আনন্দ,
পানে - দিকে, সাধ - শখ, সাগর - জলধি, নাইতে - স্নান করা।
▪️বিপরীত শব্দ লেখো:
খুশি - দুঃখ , আলো - আঁধার, নীচে - ওপরে, নতুন - পুরানো , ঘরে -বাইরে,
বাঁকা -সোজা, কাছে - দূরে, যাই - আসি , বাঁধা - ছাড়া, মানা - অনুমতি,
কাঁচা - পাকা, জাগে - ঘুমায়, শেষে - প্রথমে, ভাটা - জোয়ার।
সাধারণজ্ঞান
▪️প্রশ্নের উত্তর লেখো:-
১) কত দিনে এক বছর ?
উঃ ৩৬৫ দিনে এক বছর।
২) কত দিনে এক মাস?
উঃ ৩০ দিনে এক মাস।
৩) কত মাসে এক বছর?
উঃ ১২ মাসে এক বছর।
৪) কত দিনে এক সপ্তাহ?
উঃ ৭ দিনে এক সপ্তাহ।
৫) দিনে আকাশে কী কী দেখা যায়?
উঃ দিনে আকাশে সূর্যকে দেখা যায়।
৬) রাতে আকাশে কী কী দেখা যায়?
উঃ রাতে আকাশে চাঁদ ও তারা দেখা যায়।
সংখ্যা
▪️নামতা লেখো :- ৩
৩ × ১ =৩ ৩ × ৬= ১৮
৩ × ২ =৬ ৩ × ৭= ২১
৩ × ৩ =৯ ৩ × ৮ = ২৪
৩ × ৪ =১২ ৩× ৯ = ২৭
৩ × ৫ =১৫ ৩ ×১০=৩০
▪️নামতা লেখো :- ৪
৪ × ১ = ৪ ৪× ৬ =২৪
৪ × ২ =৮ ৪ ×৭ =২৮
৪ × ৩ =১২ ৪ ×৮ =৩২
৪× ৪ =১৬ ৪ × ৯ =৩৬
৪ × ৫ =২০ ৪ ×১০= ৪০
■ 8th November ■ ● KG Class ●
English
▪️Write in English: And - এবং / ও
Ears and eyes - কানগুলি ও চোখগুলি।
A bat and a ball -একটি ব্যাট ও একটি বল।
Cats and dogs - বিড়ালগুলি ও কুকুরগুলি।
Shoes and socks - জুতোজোড়া ও মোজাজোড়া।
▪️Fill in the blanks:
1) T__ ___ g ___ e, 2) N__ s ___ , 3) E ___ e ___ ,
4)L ___ g, 5)H __ n __ s, 6)E __ r ___ .
Ans:1) o, n, u 2) o, e 3) y, s 4) e 5)a,d 6)a, s
▪️Fill in the blanks:
1)The sun is ________ .
2)The sky is ________ .
3)The boat is ________ .
4)The clouds are________.
Ans: yellow, blue, brown, white.
G.K
1) Write the name of seven days of the week.
Ans: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday,
Friday, Saturday.
▪️Fill in the blanks:
1) Apple is ________ in colour.
2) Banana is ________ in colour.
3) Leaf is ________ .
4) Sky is ________ .
Math
▪️Fill in the blanks:
____ + 6 = 18
21 - ____ = 13
14 + ____ = 22
15 - ____ =5
13 - ____ = 4
Number
▪️Table :2
2 × 1 = 2
2 × 2 = 4
2× 3 = 6
2× 4 = 8
2 × 5= 10
2 × 6 = 12
2 × 7= 14
2 × 8=16
2 × 9= 18
2× 10 = 20
■ 3rd November ■ ● KG Class ●
ভাষাপত্র
▪️রচনা: - গাছ
গাছ আমাদের সবচেয়ে দরকারি বন্ধু। গাছ আমাদের ফুল, ফল, পাতা, কাঠ, ওষুধ দেয়। আমরা যা কিছু খাই মাছ, মাংস, ডিম, দুধ বাদে সবই গাছ আমাদের দেয়। ভাত, রুটি, লুচি, ডাল, তরকারি সবই গাছ আমাদের দেয়। রান্না ভালো করতে যে মশলা লাগে সে গুলোও গাছ আমাদের দেয়।
সাধারণজ্ঞান
▪️উত্তর লেখো:
১) ঘরে বসে খেলা যায় এমন কয়েকটি খেলার নাম লেখো।
উঃ লুডো, ক্যারাম , দাবা,টেবিল টেনিস।
২)মাঠে খেলা হয় এমন কয়েকটি খেলার নাম লেখো।
উঃ ফুটবল,ক্রিকেট, টেনিস, হকি।
৩) প্রধান দিক কয়টি ও কী কী ?
উঃ প্রধান দিক চারটি।পূর্ব,পশ্চিম,উত্তর,দক্ষিন।
৪) সূর্য কোন দিকে ওঠে?
উঃ সূর্য পূর্ব দিকে ওঠে।
৫) কোন দিকে সূর্য অস্ত যায়?
উঃপশ্চিম দিকে সূর্য অস্ত যায়।
সংখ্যা
▪️১কম করে লেখো: ( ৩৮০ - ৩৫১)
■ 2nd November ■ ● KG Class ●
বাংলা
▪️উত্তর লেখো:
১) ভোরবেলা কে আসে?
উঃ ভোরবেলা ধোবা আসে।
২) ধোবার নাম কী ?
উঃ ধোবার নাম লোকা ।
৩) গাধার পিঠে কী?
উঃ গাধার পিঠে বোঝা ।
৪) ওর খুড়ো কী বেচে?
উঃ ওর খুড়ো সুতো ও উল বেচে।
৫)ওর মেসো কী বেচে?
উঃ ওর মেসো বেচে ফুলের তোড়া।
সংখ্যা
▪️১ কম করে লেখো: ( ৩৫০ - ৩২১)
▪️গুনের নামতা :২
২ × ১ = ২
২ × ২ = ৪
২ × ৩ = ৬
২ × ৪ = ৮
২ × ৫ = ১০
২ × ৬ = ১২
২ × ৭ = ১৪
২ × ৮ = ১৬
২ × ৯ = ১৮
২ × ১০ =২০
গণিত
▪️ফাঁক ভরো :
১৫ + ____ = ২২, ৮ + ____ = ১৮, ____ + ৯ = ১৮
১৪ - ____ = ৭, ৮ + ____ = ৯, ১০ - ____ = ৫
● KG Class ●1st November
G.K
▪️ 1) May Day - 1st May
2) Children's Day - 14th November
3)Gandhi Jayanti -2nd October
4)Independence Day - 15th August
5)Republic Day - 26th January
6) Netaji Jayanti - 23rd January
7)Teacher's Day- 5th September
▪️Animal's home:
Bird - Nest
Lion - Den
Dog - Kennel
Rabbit - Burrows
Bee - Hive
Vashapatra
▪️Fill in the blanks from the bracket and complete the passage:
Cow, Dog, Cat are ____ (wild/domestic) animals.
Elephant, tiger, lion are _____(domestic/wild)animals.
Cow, goat give us ______ (milk/egg/wool).
Sheep gives us _____ (wool/egg).
It has four _____ (legs/eyes).
Cow eats _____ (meat/grass).
Number
▪️ Write: ( 461 - 500 )
▪️ Write in words:
121- One hundred twenty one
122 - One hundred twenty two
123 - One hundred twenty three
124 - One hundred twenty four
125 - One hundred twenty five
126 - One hundred twenty six
127 - One hundred twenty seven
128 - One hundred twenty eight
129 - One hundred twenty nine
130 - One hundred thirty.
■ 29Tth October ■ ● KG Class ●
বাংলা
▪️সাজিয়ে লেখো:কায়ঝাঁ - ঝাঁকায়, কুরকু - কুকুর, রবাঁদ - বাঁদর, কুরঠা - কুঠার,
গাশবাঁছে - বাঁশগাছে, ছপাচাঁগা - চাঁপাগাছ, পুরীরগৌ - গৌরীপুর,
হাগৌটি - গৌহাটি, ড়িনপাকৌ - পানকৌড়ি, রিদিসৌদি - সৌরিদিদি,
রমৌলা - মৌরলা, সষমাপৌ - পৌষমাস।
সাধারণজ্ঞান
▪️প্রশ্ন-উত্তর :-১) শরীর সুস্থ রাখতে গেলে প্রতিদিন যে যে নিয়ম পালন করা উচিৎ সেগুলি লেখো।
উঃ- ক) ভোরবেলা ঘুম থেকে ওঠা।
খ) রোজ যোগব্যায়াম করা।
গ)রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া।
ঘ) রোজ স্নান করা।
ঙ)দাঁত মাজা।
চ) স্বাস্থ্যকর খাবার খাওয়া।
ছ) খেলাধূলা করা।
২) একজন বৈজ্ঞানিকের নাম লেখো।
উঃ আচার্য জগদীশচন্দ্র বসু।
৩) বিশ্বকবি নামে কে পরিচিত?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বকবি।
৪) নেতাজি কে ছিলেন?
উঃ নেতাজি একজন বীর দেশপ্রেমিক ও মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
সংখ্যা
▪️টানা লেখো:- ( ৪৭১ - ৫০০ )■ 28th October ■ ● KG Class ●
English
1. We see with our ( eyes/ears/nose).
2. We work with our (hands/legs/mouth).
3. I have ( one/two/three) hands.
4. The leaf is (blue/green/red).
5. The apple is (red/orange/black).
G. Knowledge
1. How many seasons are there in our country?Ans: There are six seasons in our country.
2. Write the name of six seasons.
Ans: Summer, Rainyseason, Autumn,Late Autumn, Winter, Spring.
▪️Match the following:
1) Lion Calf
2) Duck Kid
3) Dog Chick
4) Cow Cub
5) Hen Puppy
6) Sheep Ducklings
Number
▪️Add table: 99 18 27 36 45
54 63 72 81 90
▪️Add table :10
10 20 30 40 50
60 70 80 90 100
■ 27th October ■ ● KG Class●
ভাষাপত্র
▪️রচনা : গাড়ি:সংখ্যা
▪️কথায় লেখো:১৪১ -একশো একচল্লিশ, ১৪২ - একশো বিয়াল্লিশ, ১৪৩ - একশো তেতাল্লিশ
১৪৪ - একশো চুয়াল্লিশ, ১৪৫ - একশো পঁয়তাল্লিশ, ১৪৬ - একশো ছেচল্লিশ
১৪৭ - একশো সাতচল্লিশ, ১৪৮ - একশো আটচল্লিশ, ১৪৯ - একশো উনপঞ্চাশ
১৫০ - একশো পঞ্চাশ,
▪️এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা -১
দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০০
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০০০
▪️এক অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯
দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০০
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা-১০০০০
▪️এক অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯
দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯৯
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯৯৯
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯৯৯৯
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা-৯৯৯৯৯
■ 26th October ■ ● KG Class●
১) কার হাতে কৌটো ?
উঃ গৌরের হাতে কৌটো।
২) কৌটোতে কী ভরা ?
উঃ কৌটোতে মৌরি ভরা ।
৩) নৌকো করে কে এল ?
উঃ গৌর নৌকা করে এল ।
৪) গৌর কোথা থেকে এল ?
উঃ গৌর গৌরীপুর থেকে এল।
৫) পৌষমাসে কোথায় যেতে হবে?
উঃ পৌষমাসে গৌহাটি যেতে হবে।
৬) জেলে কী মাছ ধরে ?
উঃ জেলে মৌরলা মাছ ধরে।
৭) ভাত নিয়ে কে বসে আছে?
উঃ সৌরিদিদি ভাত নিয়ে বসে আছে।
বাংলা
▪️ প্রশ্ন-উত্তর :১) কার হাতে কৌটো ?
উঃ গৌরের হাতে কৌটো।
২) কৌটোতে কী ভরা ?
উঃ কৌটোতে মৌরি ভরা ।
৩) নৌকো করে কে এল ?
উঃ গৌর নৌকা করে এল ।
৪) গৌর কোথা থেকে এল ?
উঃ গৌর গৌরীপুর থেকে এল।
৫) পৌষমাসে কোথায় যেতে হবে?
উঃ পৌষমাসে গৌহাটি যেতে হবে।
৬) জেলে কী মাছ ধরে ?
উঃ জেলে মৌরলা মাছ ধরে।
৭) ভাত নিয়ে কে বসে আছে?
উঃ সৌরিদিদি ভাত নিয়ে বসে আছে।
সংখ্যা
▪️ যোগের নামতা - ৯৯ ১৮ ২৭ ৩৬ ৪৫
৫৪ ৬৩ ৭২ ৮১ ৯০
▪️যোগের নামতা -১০
১০ ২০ ৩০ ৪০ ৫০
৬০ ৭০ ৮০ ৯০ ১০০
গণিত
▪️চিহ্ন বসাও - (+ / - / > / <)১) ১৫ _____ ৫ = ২০
২)১৭ ______ ৭ = ১০
৩) ৮০ _______ ১০০
৪) ৯১ ______ ১৯
৫)৫ _______ ১০ = ১৫
৬) ৭২ ______ ১০০
■ 25th October ■ ● KG Class●
English
▪️Write in Bengali:1. We have two eyes.
আমাদের দুটি চোখ আছে।
2. We have one nose.
আমাদের একটি নাক আছে।
3. The bag is blue.
ব্যাগটি নীল রঙের।
4. The leaf is green.
গাছের পাতা সবুজ।
5. The kite is orange.
ঘুড়িটি কমলা রঙের।
Word making
Nail - নখ, Need - প্রয়োজন, Near - কাছে,
Nice - সুন্দর, Nurse -সেবিকা
Number
▪️ Write in words:111 - One hundred eleven
112 - One hundred twelve
113 - One hundred thirteen
114 - One hundred fourteen
115 - One hundred fifteen
116 - One hundred sixteen
117 - One hundred seventeen
118 - One hundred eighteen
119 - One hundred nineteen
120 - One hundred twenty.
■ 8th October ■ ● KG Class●
বাংলা
▪️ঠিক উত্তরের নীচে দাগ দাও:১) ধোবা আসে (সকালে/বিকালে/ভোরে)।
২) ধোবা বোঝা চাপিয়ে নিয়ে আসে(ঘোড়ার/গোরুর/গাধার)পিঠে।
৩) ধোবার মেসো বেচে(ফুল/কলা/উল)।
৪) গাধা (চানা/ধান/ছোলা)খেতে ভালোবাসে।
৫) মিছে চেঁচামেচি করে(বাবা/কাকা/মা)।
সংখ্যা
▪️কথায় লেখো:১৩১ -একশো একতিরিশ, ১৩২ - একশো বত্রিশ , ১৩৩ - একশো তেত্রিশ,
১৩৪ - একশো চৌত্রিশ, ১৩৫ - একশো পঁয়ত্রিশ, ১৩৬ - একশো ছত্রিশ,
১৩৭ - একশো সাঁইত্রিশ, ১৩৮ - একশো আটত্রিশ , ১৩৯ -একশো উনচল্লিশ,
১৪০ - একশো চল্লিশ।
গণিত
১) ৬৫ থেকে ৪৫ কত কম?দ এ
৬ ৫
- ৪ ৫
___
২ ০
উঃ ২০ কম।
২) একটি দূরপাল্লার বাসে ৮৭ জন যাত্রী ছিল।বাসটি কিছুদূর যাবার পর ২২ জন যাত্রী নেমে গেল।এখন বাসের যাত্রী সংখ্যা কত?
দ এ
বাসে যাত্রী ছিল ৮ ৭ জন
নেমে গেল - ২ ২ জন
_____
৬ ৫ জন
উঃ এখন বাসের যাত্রী সংখ্যা ৬৫ জন।
■ 7th October ■ ● KG Class●
English
▪️Write in Bengali:-Finger - আঙুল, Elbow - কনুই, Mouth - মুখ, Abdomen - তলপেট,
Neck - ঘাড়, Toe - পায়ের সামনের অংশ, Chest - বুক, Thigh - উরু,
Shoulder - কাঁধ, Knee - হাঁটু, Arm - বাহু।
▪️Make sentences:
Boy - He is a boy.
Chair - Chair has four legs.
White - Milk is white.
Black - Hair is black.
Number
▪️Add table: 88 16 24 32 40
48 56 64 72 80
Math
Fill in the gap:-
9 + ____ = 18, 6 + 7 = _____ , ____ + 9 = 14, 17 - _____ = 78 - _____ = 2, 6 - _____ = 2, _____ - 8 = 4, 10 - _____ = 0
■ 8th October ■ ● KG Class●
বাংলা
▪️বিপরীত শব্দ লেখো:-খালি - ভরতি , আজ - কাল, যাওয়া - আসা , ঢেকে - খুলে, ওরা - এরা, ভিতর - বাহির, দেরি - তাড়াতাড়ি, কাছে - দূরে, আলো - আঁধার।
▪️মিলিয়ে লেখো:
খালি - বালি , তালি
আসা - বাসা , ঠাসা
কাছে - গাছে , পাছে
দাঁত - রাত , বাত
খালি - বালি , তালি
আসা - বাসা , ঠাসা
কাছে - গাছে , পাছে
দাঁত - রাত , বাত
সংখ্যা
▪️যোগের নামতা-৮৮ ১৬ ২৪ ৩২ ৪০
৪৮ ৫৬ ৬৪ ৭২ ৮০
গণিত
▪️ফাঁক ভরো :১৫ + ____ = ২০ ১৪ + _____= ১৮ ১২ - ___ = ৯
১৩ - ____ = ০ ৮ +____ = ১১ ___ + ১০ = ২০
১৮ - ____ = ৯ ১১ - ____ = ২
■ 4th October ■ ● KG Class●
English
▪️Word Making:- "L"Ladder - মই, Lip - ঠোঁট, Lock - তালা, Leaf - গাছের পাতা,
Log - গাছের গুঁড়ি, List - তালিকা,
▪️Word Making:- "M"
Meat - মাংস, Mouth - মুখ, Male -পুরুষ, Mind - মনে করা,
Meat - মাংস, Mouth - মুখ, Male -পুরুষ, Mind - মনে করা,
Mud - কাদা
▪️Match the following:
A B
1) Lock Ball
2)Bread Paper
3)Pen Chair
4)Knives Thread
5)Bat Forks
6) Table Butter
7)Needle Key
Number
▪️Write : (431 - 460 )■ 1st October ■ ● KG Class●
বাংলা
▪️ফাঁক ভরো:-কৈলা ____ , ____শাখ, ___কাল , বৈ_____গী ,
___ বাসা, নৈহা____ ।
উঃ- স , বৈ , বৈ , রা , চৈ , টি ।
▪️উত্তর লেখো:
১) কে নৈহাটিতে থাকে?
উঃ বেণি বৈরাগী নৈহাটিতে থাকে।
২)গৈলা কোথায়?
উঃ গৈলা বরিশালে।
৩) মৈনিমাসি বৈশাখ মাসে কোথায় ছিল?
উঃ মৈনিমাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল।
৪) মৈনিমাসির বাবা কোথায় থাকে?
উঃ মৈনিমাসির বাবা থাকে গৈলা।
সংখ্যা
▪️ছোটো থেকে বড়ো সাজাও:১) ৫৭ , ৬৬ , ৫১ , ৬২ ২) ১০৫ , ১১৪ , ১০৩ , ১০৪
৩) ৮৭ , ৯৬ , ৭২ , ৮৪ ৪) ১১৮ , ১২১ , ১০৪ , ১১১