প্রত্যেকটি শিশুরই স্কুলে গিয়ে শিক্ষা পাওয়ার অধিকার আছে। কারণ স্কুলের পরিবেশ, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব, এই সবকিছুই শিশুকে মানসিক দিক থেকে স্বাবলম্বী করতে ও ভবিষ্যতে উপযুক্ত বিশ্ব নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। এই অধিকার থেকে কোনো শিশুকেই বঞ্চিত করা যায় না। এখানে ধনী-দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ, কোনো কিছুই বাধা হওয়া উচিত নয়।
শিশুকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ, উন্নত শিক্ষা পদ্ধতি ও যোগ্য শিক্ষক এবং শিশু বুঝতে পারে এমন ভাষায় তাকে শিক্ষা দেওয়া উচিত। সঠিক সময়ে সঠিক শিক্ষা শিশুকে মানসিকভাবে নির্ভীক, সাহসী ও চিন্তাশীল হতে সাহায্য করে। প্রতিনিয়ত চর্চার মাধ্যমে এক বিশেষ ধরনের বোধ তৈরি হয় শিশুর মধ্যে যা নানা ভাবে তাকে ভবিষ্যতে বড়ো ও ভালো মানুষ হতে সাহায্য করে।
---------------------------------------------------------------------------------------------------------------
Every child has the right to go to school and get an education. Because the school environment, the teacher-teacher friend-friendliness, all these things help the child to become mentally self-reliant and to develop a suitable world citizen in the future. No child can be deprived of this right. Rich-poor, race, religion, caste, nothing should be an obstacle here.
The child should be taught in a suitable environment, advanced teaching methods and qualified teachers and in a language that the child can understand. The right education at the right time helps the child to be mentally fearless, courageous and thoughtful. Through constant practice a special kind of feeling is created in the child which in many ways helps him to grow up and become a better person in the future.
সুন্দর ভাবনা
ReplyDelete